সম্প্রতি হন্ডুরাসে হারিয়ে যাওয়া একটি শহরের খোঁজ মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও হন্ডুরাসের ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের একদল গবেষক শহরটির সন্ধান পান। শহরটির নাম ‘হোয়াইট সিটি’ বা ‘সিটি অফ দ্য মাঙ্কি’ ছিল বলে জানা গেছে।
১৬ শতকের পর কোনও এক প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল শহরটি। গবেষকদের মতে, শহরটির বয়স মায়া সভ্যতার কাছাকাছি। সেসময় ঘন জঙ্গল ছিল শহরটিতে। বিরল প্রজাতির অসংখ্য গাছ এবং প্রাণীর বসবাস ছিল। বিভিন্ন নথি ঘেঁটে গাবেষক ও ভূবিজ্ঞানীরা আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৫/ রশিদা