কুমিররা খেলার মাধ্যমে মজা করতে পছন্দ করে; যার অর্থ হলো আগের ধারণার চাইতে কুমির আরো বেশি বুদ্ধিমান এবং সামাজিক প্রাণি। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের কনক্সভিলে শহরের একটি বিশ্ববিদ্যালয়ে এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
প্রাণির যত্ন এবং স্বাস্থ্যবিষয়ক নিউজ পোর্টাল ভেটস্ট্রিট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই গবেষণায় নেতৃত্বদানকারী ভ্লাদিমির ডিনাটস লক্ষ্য করেছেন দক্ষিণ-পূর্ব ফ্লোরিডা আটলান্টিক উপকূলে অবস্থিত মিয়ামির চিড়িয়াখানায় একজোড়া প্রাপ্তবয়স্ক কিউবান কুমির তাদের মিলনের আগে এক ধরনের অসাধারণ এবং মজাদার অনুষ্ঠান করে থাকে। সে সময় বড় পুরুষ কুমিরের পিঠে নারী কুমির ভর দিয়ে পুকুরের চারদিকে কয়েকবার ঘুরতে থাকে।
এছাড়া ভ্লাদিমির আরো লক্ষ্য করেন, প্রায় সময় বাচ্চা কুমিররা বয়স্ক কুমিরের ওপর চড়ে ঘুরে বেড়ায়। গবেষণাটি প্রাণির আচরণ এবং চেতনাবিষয়ক একটি বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকরা আরো জানিয়েছেন, কুমিরেরা প্রাণি রাজ্যের প্রধান তিন ধরনের খেলা খেলে থাকে। যেমন- চালক খেলা, বস্তুর সঙ্গে খেলা এবং সামাজিক খেলা। এসব খেলা তাদের সামাজিক যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। আর এসব খেলার মাধ্যমে তারা তাৎক্ষণিক আনন্দও পেয়ে থাকে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ