দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে টাইগারবার্গ হাসপাতালে বিশ্বের প্রথম সফল যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হল এক যুবকের। ২১ বছরের ওই যুবক ধর্মীয় রীতি মেনে বছর খানেক আগে কাস্ট্রেশন করাতে গিয়ে সংক্রামিত হয়ে যান। অবশেষে তাঁর যৌনাঙ্গটি কেটে বাদ দিতে হয়।
যদিও অস্ত্রোপচারটি করা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। এ বছর চলতি মাস পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছিল ওই যুবককে।
অবশেষে চিকিৎসকরা জানান, যৌনাঙ্গ শরীরের সঙ্গে যুক্ত হওয়ার পর সঠিক ভাবে কাজ করছে। ঘটনাটি বিশ্বে শুধুমাত্র প্রথমই নয় যুগান্তকারীও বটে। অস্ত্রোপচারে অন্যতম সহায়ক স্টেলেনবশ বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রধান আন্দ্রে ফান ডার মারওয়ে জানান, 'আমরা আশা করেছিলাম বছর দু'য়েকের মধ্যে তাঁর যৌনাঙ্গ সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করবে। কিন্তু এত দ্রুত আরোগ্য হবে তা আমরা ভাবতে পারিনি। এটা খুবই আশাপ্রদ ব্যাপার।'
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৫/ সালাহ উদ্দীন