যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ভয়ঙ্কর সেই ভূতের শহর বিক্রি হয়ে যাচ্ছে। যে শহরে দিনে-দুপুরে মৃত মানুষদের হেঁটে বেড়াতে দেখে মানুষের রক্ত হীম হয়ে যেত তার দাম ধরা হয়েছে ৬ লাখ ৮০ হাজার ডলার। সম্প্রতি ইন্টারনেটে বেচাকেনা ও নিলাম করার ওয়েবসাইট ই-বে তে শহরটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে।
মাত্র ৬ লাখ ৮০ হাজার ডলারে মিলবে এই শহরের নয়টি ভবন, যার মধ্যে রয়েছে আবাসিক এলাকা, গ্যালারি অ্যাপার্টমেন্ট, পিৎজা রেস্টুরেন্ট, মদশালা, ফার্মেসি এবং অফিসঘর।
গ্যান্টভাইলের মেয়র জিম সেলস এখন এটির মালিক। তার আশা এই ক্ষুদ্র শহরের যে খ্যাতি আছে তাতে তিনি প্রত্যাশিত দাম পাবেন।
গা ছমছম করা এই শহরে ‘টু ভেরি ওয়েল অ্যাকটর’ এবং ‘দ্য রিং’ এর মতো হরর সিনেমাগুলো শ্যুট করা হয়েছে।
জিম শহরটির যে দাম হেঁকেছেন তাতে এটি সহজেই বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কারণ এটি আসলে একটি শ্যুটিং স্পট। এখানেই ‘দ্য ওয়াকিং ডেড’ নামে সেই বিখ্যাত জম্বি সিনেমা শ্যুটিং করা হয়েছে। এর ভবন, রেস্টুরেন্টসহ অন্যান্য স্থানগুলোতে ওই সিনেমার দৃশ্যায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/ এস আহমেদ