শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ মায়ের কোল। আর সেই মা যদি হয় অপহরণকারী, তবে তা বিশ্বাস করা খানিকটা কষ্টকরই বটে। এমনটিই ঘটেছে নেদারল্যান্ডসে। সেখানকার এক মা তার স্বামীকে না জানিয়ে দুই শিশুকে নিয়ে পাড়ি জমিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। ওই নারী এখন চরমপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত শহরে রয়েছেন। দেশটির সরকারি কৌঁসুলী নিশ্চিত করেছেন, ওই মা সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত রাক্কায় পৌঁছেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা।
৩২ বছর বয়সী ওই মা থাকতেন নেদারল্যন্ডসের ম্যাসট্রিট এলাকায়। গত অক্টোবরে তিনি তার এক পুত্র (৭) ও এক কন্যাকে (৮) নিয়ে বাড়ি ছাড়েন। ডাচ পুলিশ তাকে আটকানোর জন্য সাধ্যমতো চেষ্টা করে। কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওই নারী সিরিয়ায় পৌঁছেছেন। তিনি চেচেন নাগরিক। ওই নারীর অপর দুই শিশুসন্তান নেদারল্যান্ডসে আত্মীয়দের বাড়িতে আছে বলে জানিয়েছে ডাচ গণমাধ্যম। সিরিয়ায় পৌঁছানোর পর ওই নারী ফেসবুকে জানান, তিনি ও তার দুই শিশু রাক্কায় পৌঁছেছেন। এরপর তার তাদের আর কোনো খবর পাওয়া যায়নি।
লুকা ও আয়েশা নামের ওই দুই শিশুর বাবা বলেছেন, তার সাবেক স্ত্রী তাকে না জানিয়েই দুই সন্তানকে নিয়ে ভেগেছেন। এর আগে তিনি পুলিশকে জানিয়েছিলেন, তার সাবেক স্ত্রী সিরিয়া ভ্রমণের চেষ্টা করছে। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ওই নারী এমন পরিকল্পনার কথা অস্বীকার করেন। বাড়তি বা কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় গোপনে দুই শিশুকে অপহরণ করে নেদারল্যান্ডস ছাড়তে সক্ষম হন ওই মা।
উল্লেখ্য, এরকম ঘটনা নেদারল্যান্ডসে প্রথম। আল জাজিরা।
বিডি- প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৫/ রোকেয়া।