স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ চীন। অস্ত্র রফতানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। সোমবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে চীন অস্ত্র রফতানিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বিশ্ব বাজারে সরবরাহকৃত অস্ত্রের ৫ ভাগ চীন রফতানি করে।
চীনে রফতানিকৃত অস্ত্রের দুই-তৃতীয়াংশ পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমার আমদানি করে। এছাড়া আফ্রিকার ১৮টি দেশ চীন থেকে অস্ত্র কেনা শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৫/ রশিদা