বিশ্বের ভার্চুয়াল পর্যটকদের কাছে এশিয়ার সবচে' জনপ্রিয় স্থান আগ্রার তাজমহল বলে জানিয়েছে গুগল। গুগল এক বিবৃতিতে জানিয়েছে, গুগল স্ট্রিট ভিউতে পর্যটকদের পছন্দ তাজমহল। সিঙ্গাপুর, কোরিয়া, ফিলিপাইন, মালয়শিয়া এবং ভারতে তাজমহলের জনপ্রিয়তা সবচে' বেশি।
২০১৪ সালে গুগল স্ট্রিট ভিউ ডেস্টিনেশনে জনপ্রিয়তার শীর্ষে ছিল জাপানের মাউন্ট ফুজি, দোন্তোবোরি রঙিন সুড়ঙ্গ ও হাশিমা দ্বীপ।
উল্লেখ্য, গুগল ম্যাপ ও গুগল আর্থের টেকনোলজি গুগল স্ট্রিট ভিউ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাস্তার প্যানোরামিক ভিউ দেখা যায়। গুগল স্ট্রিট ভিউ ডেস্টিনেশনে তাজমহল ছাড়াও ভারতের লালকেল্লা, আগ্রা দূর্গ, লাভাসা, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, হুমায়ুনের গম্বুজ, শনিবার ওয়াড়া, যন্তর মন্তর ও আইআইটি বোম্বে জনপ্রিয়।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা