ফেসবুকের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য, যৌন নির্যাতন, জাতি বৈষম্য এবং উদ্দেশ্যমূলক প্ররোচনার অভিযোগ করেছেন ওই কোম্পানির এক মহিলা কর্মচারি।
তাইওয়ানের শিয়া হং তিন বছরের কিছু বেশি সময় ফেসবুকে কর্মরত ছিলেন। ২০১৩-র অক্টোবরে তাঁর চাকরি যায়। এরপই ফেসবুকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন তিনি। শুধুমাত্র মহিলা হওয়ার 'অপরাধে' তাঁকে নানা ধরনের অত্যচার ও অবিচারের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ তার।
কোনও কারণ ছাড়াই তাঁকে চাকরি থেকে সরিয়ে সেই জায়গায় একজন কম যোগ্য, কম অভিজ্ঞতাসম্পন্ন ভারতীয় পুরুষকে আনা হয় বলে অভিযোগ করেছেন শিয়া। এই সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৫/ সালাহ উদ্দীন