কী কাণ্ড! বলা নেই কওয়া নেই আচমকা ঘরের মধ্যে জ্বলে উঠল আগুন! আগুনের লেলিহান শিখা চড়িয়ে পড়লো ফ্রিজ, আলমারি কিংবা বিছানায়। না, এটা কোনো ভৌতিক মুভির গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমনটা, খোদ কলকাতায়! সেখানকার নিউ আলিপুরের স্বপ্না অ্যাপার্টমেন্টের চার তলায় উপদ্রব বেড়েছে এই আগুন ভূতের।
কয়েকদিন আগের কথা। ফ্রিজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পরিবারের এক সদস্য। ফ্রিজ খুলে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ডাকা হয় ইলেকট্রিশিয়ান। কিন্তু লাইনে কোনো সমস্যা পাওয়া গেল না। তারপর থেকে প্রায়ই ঘরের নানা আসবাবপত্রে আচমকাই আগুন ধরে যাচ্ছে।
ফ্ল্যাটের আতঙ্কিত বাসিন্দাদের দাবি, ভৌতিক কিছু ঘটছে। কী ব্যাখ্যা হতে পারে এর? কোনো অশরীরীর উপস্থিতি? নাকি কালো জাদু? নাকি ঘটনার পেছনে রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা?
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ, ২০১৫/ রশিদা