মাথা গোঁজার ঠাঁই হিসেবে হ্যামিলটন বেছে নিয়েছেন সাগরবক্ষকে। কোনও বিলাসবহুল জাহাজে নয়, মানুষের ফেলে দেওয়া জঞ্জাল দিয়েই সাগরের বুকে বাড়ি বানিয়ে সেখানে বসবাস করছেন। সারা জীবন ওই বাড়িতে থাকবেন বলেও মনস্থির করেছেন তিনি।
ব্রাজিলের রিও ডি জেনেইরো-তে বাড়ি কেনার সাধ্য তাঁর নেই। তাই বসবাসের জন্য রিও ডি জেনেইরো সংলগ্ন গুয়ানাবারা বে-র বুকেই আস্তানা গড়েছেন ব্রাজিলীয় যুবক হ্যামিলটন কুনহা ফিলহো। বাড়ি তৈরির সামগ্রী জঞ্জাল। আস্তাকুঁড়ে ফেলে দেওয়া বিভিন্ন প্লাস্টিক, কাঠের টুকরো, বোর্ড ইত্যাদি দিয়েই ভাসমান ঘর তৈরি করেছেন হ্যামিল্টন।
সকাল বিকেল মাছ ধরেই পেটপুজোর বন্দোবস্ত করে নেন। হ্যামিল্টনের জঞ্জালের বাড়িও এখন রিও ডি জেনেইরো-র পর্যটকদের কাছে নতুন আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৫/ সালাহ উদ্দীন