তিরন্দাজিতে জাতীয় রেকর্ড করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে মাত্র ৩ বছরের শিশু ডলি শিবানী চেরুকুরি।
৯ দিন আগেই ডলি ৩ বছরে পা দিয়েছে। এই বয়সেই সবচেয়ে কম বয়সী ভারতীয় মহিলা তিরন্দাজ হিসেবে ৫ থেকে ৭ মিটার দূরত্বে তিরন্দাজিতে ২০০ পয়েন্ট স্কোর করে ফেলেছে ডলি। অন্ধ্রপ্রদেশের এই বিস্ময়বালিকার কীর্তি প্রকাশিত হতেই আলোড়ন পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
ডলির মা-বাবা জানিয়েছেন, ডলি যখন প্রথম তিরন্দাজি শুরু করে, তার জন্য বিশেষ কার্বন-মুক্ত তির তৈরি করানো হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৫/ সালাহ উদ্দীন