শুধুমাত্র নাকের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করেছেন তিনি। ভাবছেন, এটাও সম্ভব। হ্যাঁ, ঘটনাটি সত্য। তবে তার নাকটি কিন্তু বিশ্বের অন্যসব মানুষের মতো স্বাভাবিক আকারে নয়। আর এ কারণে তার নাকের কদরও বেশি।
বর্তমানে বিশ্বে প্রায় সাড়ে ৭ শ’ কোটি মানুষের বসবাস। আর তার মধ্যে সবেচেয়ে লম্বা নাকের অধিকারী তিনি। নাম মেহমেদ ওজুরেক।
তুরস্কের এই নাগরিকের নাক লম্বায় ৮ দশমিক ৮ সেন্টিমিটার, বার ৩ দশমিক ৪৬ ইঞ্চি। আর এ কারণে সম্প্রতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব