পাখিকে মানুষের তাড়া করে এটা সবাই জানি কিন্তু এবার জানা গেল মানুষকে পাখির তাড়া করার খবর। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট্রাল পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, পাতিহাঁস, রাজহাঁস, সারস এবং গাংচিলের একটি দল মেলবোর্নের ৩০ একর জুড়ে অবস্থিত পার্কে অবস্থান করা মানুষদের তাড়া করে। ৩০টি পাখির এই দলের তাড়ায় রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, পাখিরা মানুষকে এখন আর ভয় পায় না। তারা যেন ‘ভয়’ শব্দটিকে ভুলে গেছে।
সিটি ম্যানেজার ম্যাক নিজস জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি পার্কে ব্যায়াম করতে বের হন। পাখিদের হাত থেকে রক্ষা পেতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে যেটা হয়তো কোন বয়স্ক ব্যক্তি কিংবা ছোট ছেলে-মেয়েরা পারবে না।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৫/ সালাহ উদ্দীন