একজন মানুষের চুল কতটুকু লম্বা হতে পারে এ প্রশ্ন করলে বলা হবে ৫ ফুট, ১০ ফুট কিংবা ১৫ ফুট। কিন্তু এ অনুমান মিথ্যা হয়ে যায় আশা ম্যানদেলা নামের নারীকে দেখলে। কারণ তার চুল ৫৫ ফুট ২ ইঞ্চি লম্বা। আর এ চুল নিয়ে বিশ্বরেকর্ডও করে ফেলেছেন তিনি।
আশা ম্যানদেলা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার বাসিন্দা। বিশ্বরেকর্ড গড়ার পরও তার মনে একটা সুপ্ত ইচ্ছা রয়ে গেছে। সেটি হলো তিনি তার চুলকে ১০০ ফুট লম্বা করবেন। আশার ইচ্ছা পূরণ হবে কিনা সেটা অবশ্য সময়ই বলতে পারবে। তবে আপাতত সেটা পূরণের কোনই সম্ভাবনা নেই। কারণ ডাক্তার তাকে চুল ছোট করার নির্দেশ দিয়ে দিয়েছেন। তা না করলে প্যারালাইসিসে আক্রান্ত হবেন বলে সতর্কও করে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৫/ রশিদা