ভারতের বিহারে ভিক্ষুকদের জন্য ভিক্ষুক দ্বারা পরিচালিত হচ্ছে ব্যাংক। আর অদ্ভূত ব্যাংকটির উদ্যোক্তাও বিহারেরই গয়া জেলার একদল ভিক্ষুক।
ভিক্ষুক দ্বারা পরিচালিত এই ব্যাংকে টাকা রাখার জন্য কোনও ভোটার কার্ডের দরকার নেই। অ্যাকাউন্ট খোলার একটাই শর্ত। তা হচ্ছে, গ্রাহকদের ভিক্ষুক হতে হবে।
ওই ব্যাংকের ম্যানেজার রাজ কুমার মাঝি জানিয়েছেন, ভিক্ষুকরা মিলেই এই ব্যাংকটি করেছেন। এখন সদস্য সংখ্যা ৪০। ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভিক্ষুককে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ২০ টাকা করে ব্যাংকে জমা রাখতে হবে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন