৭০ বছর বয়সেও প্রতিবন্ধী আব্দুল হাকিম এখনও দু'হাতে ভর দিয়ে পথ চলছেন।
আজানা রোগে আক্রান্ত হয়ে দুই পা হারিয়ে সে এখন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর ফেরীতে দু'হাতে ভর দিয়ে মানুষের কাছে ভিক্ষা করেন।
কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামে প্রতিবন্ধী আব্দুল হাকিম প্রায় ২৬ বছর আগে গ্যাংরিং রোগে আক্রান্ত হন। টাকা পয়সার অভাবে সঠিক ভাবে চিকিৎসা করাতে না পারায় শেষ পর্যন্ত পা দুইটি হারিয়ে ফেলেন। তবুও থেমে নেই প্রতিবন্ধী আব্দুল হাকিমের পথচলা। সারাদিন ভিক্ষা করে দেড়'শ থেকে দু'শ টাকা পায়।
প্রতিবন্ধী আব্দুল হাকিম জানান, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের আগমন কম থাকায় মানুষের কাছ থেকে তেমন সাহায্য পাচ্ছেন না। সব জিনিস পত্রের দাম বেশী হওয়ায় এ টাকায় সংসার চলে না বলে তিনি জানান।