বিষয়টা গল্প মনে হলেও সত্যি! ষাটোধর্ব এক বৃদ্ধ মূত্রজনিত সমস্যা নিয়ে গিয়েছিলেন ওয়াশিংটনের ডিসি হাসপাতালে। ডাক্তারদের জানান, গত কুড়ি বছর ধরে তিনি এ সমস্যায় ভুগছেন। পরীক্ষা করে দেখা যায় তার পেটে ডিমসদৃশ কিছু একটা রয়েছে। অস্ত্রোপচারের পর ডাক্তাদের চোখ তো ছানাবড়া! পেটের মধ্যে মস্ত একটা ডিম! আকার আয়তনে রাজহাসের ডিমের থেকেও বড়। প্রায় সাড়ে তিন ইঞ্চি লম্বা। ওজনও প্রায় হাফ পাউন্ড।
ডাক্তারি পরিভাষায় এই ডিমসদৃশ বস্তুটিকে বলা হচ্ছে, Peritoneal loose body। ডাক্তাররা জানিয়েছেন, ছোট বয়সে কোনও এক সময় একটি চর্বির টুকরো তার শরীরের কোনও জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর ক্রমশ ক্যালসিয়ামের আস্তরণ পড়ে ডিমের আকার নেয়।
নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত নিবন্ধে ওয়াশিংটনের ডিসি হাসপাতালের ডাক্তার রাচেল সুসমান জানান, পেটের মধ্যে এ ধরনের ডিমসদৃশ মাংসল পিণ্ডের উপস্থিতি নতুন কিছু নয়। তবে, এমন 'দৈত্যাকৃতি' ডিম তারা আগে দেখেননি।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ