জলের রাজা কুমিরের সঙ্গে লড়াই করে সন্তানকে রক্ষা করেছেন এক মা। ভারতের গুজরাটের ভাদোদারার পাদ্রা শহরের থিকারিয়ামুবারাক গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ১৯ বছর বয়সী তরুণী কান্তা বানকার বিশ্বমৈত্রী নদীতে কাপড় ধুতে গেলে একটি কুমির তার পা কামড়ে ধরে পানিতে টেনে নিতে চেষ্টা করে। পাশে দাঁড়ানো মা দিপালী মেয়েকে বাঁচাতে এক হাতে মেয়ের হাত অার অপর হাতে কাপড় পরিষ্কার করার ব্যাট তুলে কুমিরকে সজোরে আঘাত করতে থাকেন। ১০ মিনিট পর কুমিরটি মেয়ের পা ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
কান্তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ের জখম মারাত্মক। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, কান্তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০১৫/ রশিদা