ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। অনেকদিন ধরেই ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। এজন্য পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করতে চাইলেও নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমতি মিলছিল না। তবে দেরিতে হলেও অ্যামাজনকে সবুজ সংকেত দিয়েছে কর্তৃপক্ষ।
দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে পাওয়া অনুমতির শর্তের মধ্যে রয়েছে ভূমি থেকে ৪০০ ফুট কিংবা এর নিচে রাখতে হবে অ্যামাজনের ড্রোন। এ ছাড়া সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় ১০০ মাইলের বেশি হতে পারবে না। এর আগেও একবার ড্রোন পরীক্ষার অনুমতি পেয়েছিল অ্যামাজন। তবে ড্রোনের মডেল পরিবর্তন করার পর আবারও আবেদন করা হয়। অবশ্য আগের চেয়ে এবার বেশ কম সময়ের মধ্যেই মিলেছে অনুমতি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।