অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, উজ্জ্বল ক্যারিয়ার ও সমাজে সুপ্রতিষ্ঠিত হতে গিয়ে মাতৃত্বে অনাগ্রহী নারীর সংখ্যা ক্রমশ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এ সংখ্যাটা মাতৃত্বের বয়সী মোট নারীর প্রায় অর্ধেক। ফলে আগামী ৪০ বছরের মধ্যে বিপুল সংখ্যক মাতৃত্বহীন নারীগোষ্ঠীর সৃষ্টি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে 'নারীদের মাতৃত্ব' বিষয়ক এক জরিপের ফলাফলে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতি দুই বছর পরপর এই জরিপ পরিচালনা করা হয়ে থাকে। জরিপে বলা হয়, ১৫ থেকে ৪৪ বছরের মধ্যের বয়সটাকে নারীদের ক্ষেত্রে 'মাতৃত্বের বয়স' বলা হয়। ২০১৪ সালে এই বয়সের মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ নারী সন্তান নেননি। ২০১২ সালে এ হার ছিল ৪৬ দশমিক ৫ শতাংশ।
জরিপে জানানো হয়, ১৯৭৬ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রে মাতৃত্বহীন নারীদের সংখ্যা বাড়তে শুরু করে। ওই বছর দেশটির মোট নারীর ১২ দশমিক ৫ শতাংশ সন্তান নিতে অনাগ্রহী ছিলেন।
২০১৪ সালে ২৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের ৪৯ দশমিক ৬ শতাংশই মাতৃত্বহীন বলে জরিপে জানানো হয়। এই হার ১৯৭৬ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।
এদিকে, ১৭ শতাংশ নারী সন্তানহীন থাকার প্রতিই বেশি আগ্রহী বলে জরিপে জানানো হয়েছে। এদের বেশিরভাগেরই বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।
তবে, ঊনিশ বছরের মধ্যে কিছু সংখ্যক নারী মা হচ্ছেন, যার সংখ্যা অত্যন্ত নগন্য। ২০১৪ সালে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে বয়সী ৪ শতাংশ নারী মা হয়েছেন, যা ১৯৯০ সালের তুলনায় ৮ শতাংশ কম।
নারীর ক্ষমতায়নে নিজেকে উন্নত করতেই বেশিরভাগ নারী সন্তান নিতে বিলম্বের সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রথমে। পরবর্তীতে বৈষয়িক কাজে আরো জড়িয়ে পড়লে তাদের মধ্যে মা হতে অনাগ্রহের সৃষ্টি হয় বলে জরিপে জানানো হয়।
তবে কিছু সংখ্যক নারীর মা হওয়ার প্রতি আগ্রহ থাকলেও গর্ভকালীন চিকিৎসায় উচ্চ ব্যয়ের কারণে তাদের পক্ষে সন্তান নেওয়ার অনাগ্রহ জন্মে বলেও জানানো হয় মার্কিন জরিপে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ