মাছবৃষ্টির কথা শুনলে অবাক হতেই হয়। আর এমনই অভিনব ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হলো। তারপরই দেখা গেল রাস্তায় পড়ে আছে অসংখ্য মাছ। মাছগুলোর মধ্যে বেশিরভাগই ছিল মৃত।
তবে মাছগুলো আসলে আকাশ থেকে পড়েনি। ঝড়ো হাওয়ায় সাগর তীর থেকে উড়ে এসে রাস্তায় পড়তে থাকে মাছ। মাছবৃষ্টি দেখে থমকে পড়েন পথচারীরা। তাদের কেউ কেউ আবার রাস্তায় নেমে মাছগুলোকে বাঁচানোর চেষ্টা করেন। পরে গিজোর ওই সড়ক থেকে প্রায় ৭ হাজার মাছ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, থাইল্যান্ডে অঞ্চলভেদে বর্ষাকালের সময়সূচি আলাদা হয়ে থাকে। সেখানে ব্যাপক অর্থে মে-জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রশিদা