ভারতের কেরালার আলাপ্পুঝাতে আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভাল ঘিরে চলছে বিরাট কর্মযজ্ঞ। সেখানে রাশি রাশি বালি জড়ো করে চলছে স্থাপত্য নির্মাণ। বালির স্থাপত্যে বহিঃপ্রকাশ ঘটছে শিল্পীর কল্পনা।
অনন্য সুন্দর প্রাকৃতিক শোভার কারণে কেরালা পর্যটকদের পছন্দের জায়গা। সেখানকার বালুকাময় তটভূমি দূর থেকে দেখলে মনে হবে বিভিন্ন আকৃতির ছোটো ছোটো পাহাড়। বেশিরভাগেরই পিরামিডাকৃতি। এর মধ্যে কোথায় যেন গাছের পাতা, তো কোথাও হাতির ছবি, তো কোথাও দেবদেবীর মূর্তি খোদাই করা। কেরালায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এই ইন্টারন্যাশানাল স্যান্ড আর্ট ফেস্টিভাল। এই স্যান্ড আর্ট উৎসব নিয়ে উচ্ছ্বসিত শিল্পীরা।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৫/ রশিদা