মার্কিন গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ঘোষণা করেছে একটি অফার। তাতে বলা হয়েছে টানা ৭০ দিন নাসার গবেষণাগারে শুয়ে থাকলে দেওয়া হবে ১৮ হাজার মার্কিন ডলার।
খবরে বলা হয়েছে, মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি বিশেষ গবেষণা চালাচ্ছে। গবেষণাটি হচ্ছে, অভিকর্ষজ বলের প্রভাব নেই এমন জায়গায় একটানা থাকার ফলে শরীরে কী প্রভাব পড়তে পারে এবং ভারশূন্য ওই দশায় আনুভূমিক অবস্থায় থাকার জন্য বিশেষ কী ব্যবস্থা প্রয়োজন, সেইসব খতিয়ে দেখতেই এই রিসার্চের আয়োজন।
যেসব মার্কিন নাগরিক নাসার এই অফার গ্রহণ করবেন, তাদেরকে বিছানায় মাথা কিছুটা পিছন দিকে হেলিয়ে আর পা সামান্য ওপরে তুলে শুইয়ে রাখা হবে। এভাবে ৭০ দিন শুয়ে থাকতে হবে। এই শুয়ে থাকা সময়ের মধ্যে প্রতিযোগিরা সাইকেলিং ব্যায়াম করবেন।