আরেক দফায় নিলামে উঠলো শেরে মহীশূর টিপু সুলতানের ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম। নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস লন্ডনে নিলাম হেঁকে ৬০ লাখ পাউন্ডের বেশি মূল্যে মঙ্গলবার এসব বিক্রি করে।
টিপু সুলতানের পরাজয়ের পর ব্রিটিশরা তার অস্ত্রাগার লুট করে মূল্যবান অস্ত্রশস্ত্র নিয়ে যায়। এসব এখন ব্রিটেনের বিভিন্ন জাদুঘর ও নিলাম প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত রয়েছে। এর আগে টিপু সুলতানের তরবারি নিলামে বিক্রি হয়। এবার তার ব্যবহৃত আরেকটি সোনার তরবারি, শিরস্ত্রাণ বিক্রি হলো। মোট ৩১ প্রকারের যুদ্ধাস্ত্র বিক্রি হয়েছে এবারের নিলামে।
টিপু সুলতানের ব্যবহৃত তরবারির, যার হাতলে সোনা দিয়ে বাঘের মাথার প্রতিচ্ছবি খোদাই করা এবং তার শিরস্ত্রাণ ও যুদ্ধের পোশাক একটি লটে নিলাম হাঁকানো হয়। শেষ পর্যন্ত এর দাম ওঠে ২১ লাখ ৫৪ হাজার ৫০০ পাউন্ড।
টিপু সুলতানের ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের সরঞ্জামে বাঘের প্রতিচ্ছবি থাকত বেশি। তার সৌর্য ও বীরত্বের জন্য তাকে বাঘের সঙ্গে তুলনা করা হয় এবং তাকে সম্বোধন করা হতো ‘মহীশূরের বাঘ’ হিসেবে। মহীশূর শহরটি বর্তমানে ভারতের কর্নাটন রাজ্যের অন্তর্ভুক্ত। এই মহীশূরই ছিল টিপু সুলতানের প্রশাসনিক কেন্দ্র।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ