এ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ঘড়ি ও চকলেটের দেশ সুইজারল্যান্ড। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক পরিচালিত জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে।
ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স শিরোনামের ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। এ ছাড়া পর্যায়ক্রমে রয়েছে ডেনমার্ক, নরওয়ে ও কানাডার নাম। অন্যদিকে, কম সুখী দেশের তালিকার প্রথমে রয়েছে টোগোর নাম। এ ছাড়া পর্যায়ক্রমে রয়েছে বুরুন্ডি, বেনিন, রুয়ান্ডা ও সিরিয়ার নাম।
বিশ্বের ১৫৮টি দেশের ওপর ওই জরিপ পরিচালনা করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতিকে প্রভাবিত করা। তালিকা প্রণয়নে গ্যালাপ ওয়ার্ল্ড জরিপের সহায়তার পাশাপাশি কোনো দেশের জিডিপি, স্বাস্থ্যকর আয়ু, দুর্নীতির পর্যায় ও সামাজিক স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ