বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি'- তে পুরস্কার জিতে নিল রানা প্লাজা ট্রাজেডির ছবি। বাংলাদেশি ফটোগ্রাফার রাহুল তালুকদার এ সম্মানসূচক পুরস্কার অর্জন করেন। তাকে বিচারকরা পেশাদার আলোকচিত্র বিভাগে ২০১৫ সালের সেরা কন্সেপচুয়াল ফটোগ্রাফার হিসেবে নির্বাচিত করেছেন।
এই প্রতিযোগিতায় ৮৭ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। তার মধ্য থেকে তিনিই সেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন।
রানা প্লাজায় নিহত শ্রমিকদের সন্ধান চেয়ে যেসব পোস্টার সাঁটানো হয়েছিলো সেগুলোর ওপর ছবি তুলে রাহুল তালুকদার এই পুরস্কার জিতে নিয়েছেন।
দু’বছর আগে ২০১৩ সালের ২৪শে এপ্রিল ওই ভবন ধসে ১১০০ এর বেশি মানুষ প্রাণ হারায়। তার ছবির সিরিজের নাম: 'হারিয়ে যাওয়া মানুষের বিস্মৃত ইতিহাস।'
বৃহস্পতিবার রাতে লন্ডনে সনির একটি অনুষ্ঠানে রাহুল তালুকদারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রাহুল তালুকদারের তোলা এসব ছবি লন্ডনের সমারসেট হাউজে প্রদর্শিত হচ্ছে। সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ