সবার সামনেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মাথায় পাকা আম ছুড়ে মারলেন এক নারী। কিন্তু তাতে ওই নারীর শাস্তি হওয়ার বদলে পেলেন বাড়ি। কেননা ওই আমটি নেহাত ঢিল ছিল না। পাকা আমের গায়ে লেখা ছিল ছোট্ট এক বার্তা। আর সহমর্মী প্রেসিডেন্ট ওই নারীকে একটি বাড়ি বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ওই পাকা আমটি খাবেন বলেও কথা দিয়েছেন তিনি।
গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনা দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ছুড়ে মারা ওই আমের গায়ে লেখা ছিল, ‘যদি পারেন, আমাকে ফোন করেন।’ মাদুরোর কর্মকর্তারা মারলেনি ওলিভো নামের ৫২ বছর বয়সী ওই নারীকে ফোন করে জানতে পারেন আবাসন সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই উপায়ন্তর না দেখে এভাবেই প্রেসিডেন্টের নজর কাড়ার চেষ্টা করেন তিনি। প্রেসিডেন্ট মাদুরো ওই আমটি নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন। তুলে ধরা আমটিতে মারলেনির লেখা বার্তাটি দেখা যায়। টেলিভিশনে মাদুরো জানান,‘মারলেনি ওলিভো তাঁর বাড়ি নিয়ে সমস্যায় ভুগছিলেন। কর্মকর্তারা তাকে ফোন করলে প্রথমে তিনি ভয় পেয়েছিলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে, আমি তাঁর জন্য একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দের ব্যবস্থা করেছি। ভেনেজুয়েলার মহা আবাসন প্রকল্পের অংশ হিসেবেই এটা করা হবে।’ টেলিভিশন অনুষ্ঠানে মাদুরো আরও প্রতিশ্রুতি দেন যে, মারলেনির ছুড়ে মারা ওই পাকা আমটি খাবেন তিনি।
ভেনেজুয়েলার সদা হাস্য-রসাত্মক সাইবার জগতে মাদুরোকে আম ছুড়ে মারা নিয়ে ব্যাপক ঠাট্টা-তামাশাও চলছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,‘আম ছুড়ে মারলে যদি ওরা একটা অ্যাপার্টমেন্ট দেয়, তাহলে বুঝে নাও তোমাকে কী করতে হবে। এরপর তাঁকে একটা আনারস ছুড়ে মারো!’ আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন,‘দেশ আম সংকটে পড়তে যাচ্ছে। তাড়াতাড়ি আম জোগাড় করো, মাদুরোকে আম মারার জন্য লাইন ধরো। নতুন বাড়ি পেতে আম মারো।’ দ্য গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।