মা হওয়ার জন্য সবচেয়ে নিরাপদ দেশ নরওয়ে। সোমবার জাতিসংঘের সেভ দ্য চিলড্রেন এ বিষয়ে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে মা হওয়ার জন্য সেরা দেশ নরওয়ে আর সবচেয়ে খারাপ জায়গা সোমালিয়া। এরপরই অবস্থান কঙ্গো এবং মধ্য আফ্রিকার।
সেভ দ্য চিলড্রেন ১৬তম বার্ষিক মাদার্স ইনডেক্সে মায়ের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও নারীর অবস্থান সম্পর্কিত ৫টি নির্দেশকের ওপর ভিত্তি করে ১৭৯টি দেশের এ হার প্রকাশ করা হয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৩, যা পূর্বে ছিল ৩১। মাদার্স ইনডেক্স স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সবসময় এগিয়ে থাকে। অপরদিকে, সন্তান জন্ম দেয়ার সময়ে মারা যাওয়ার ঘটনা একজন পোলিশ নারীর তুলনায় একজন আমেরিকান নারীর ক্ষেত্রে ১০ গুণ বেশি।
বিডি-প্রতিদিন/ ০৬ মে, ২০১৫/ রশিদা