জিভ দিয়ে নাক ছোঁয়াই যেখানে দুষ্কর, সেখানে জিভ দিয়ে নাকের পাশাপাশি চোখ ছুঁয়ার কথা কি শুনেছেন কখনো? আপনার না শুনা এই কাজটি করে দেখিয়েছে আদ্রিয়ানা লুইস। ভাবছেন এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, সম্ভব। কারণ আদ্রিয়ানার জিভ তো আর সাধারণ মানুষের মতো নয়। তার জিভটি লম্বা প্রায় সাড়ে চার ইঞ্চি।
বিশ্বাস না হলে, ছবি আর ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। এগুলোতে কোনো জারিজুরি নেই, তাই শুধুই অবাক হবেন।
এই লম্বা অতি-প্রাকৃত জিভ নিয়ে আদ্রিয়ানার বিশ্বাস, বিশ্বের সবচেয়ে লম্বা জিভ তারই। সত্যি না মিথ্যা, সেটা ভালো বলতে পারবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
এ ব্যাপারে নিজ উদ্যোগেই তিনি গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখান থেকে ই-মেইলও পেয়েছেন, ‘তোমার জিভের ব্যাপারে আমরা আশাবাদী। তবে আমরা আরো ভালোভাবে এটি পর্যবেক্ষণ করতে চাই’।
বিশ্বের সবচেয়ে লম্বা জিভের রেকর্ডটি বর্তমানে নিক স্টবার্লের (৩.৯ ইঞ্চি) দখলে। সেদিক দিয়ে আদ্রিয়ানার সবচেয়ে লম্বা জিভের মুকুট পরাটা বোধহয় কেবল সময়ের ব্যাপার মাত্র।
https://www.youtube.com/watch?v=h9tHJCQ8iaQ#t=51
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব