কথায় বলে- ইচ্ছা থাকলে উপায় হয়। ৯৪ বছরের অ্যান্টনি ব্রুট্টো পড়াশোনার যাত্রা শুরু করেছিলেন আজ থেকে প্রায় ৭৫ বছর আগে। কিন্তু ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নানা বাধায় আর স্নাতক স্তরের পড়াশোনাটা করা হয়ে ওঠেনি। প্রথমে যুদ্ধ, পরে যুদ্ধ থেকে ফিরে এসে জীবনের নানা টানাপোড়েনে পড়াশুনাটা আর শেষ করা হয়নি। এরপর নানা জায়গায় কাজ করলেও মনের কোথাও সুপ্ত অবস্থায় ছিল স্নাতক হওয়ার বাসনা। সেই অদম্য ইচ্ছা থেকে এবার তিনি কলা বিভাগে স্নাতক হয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
চলতি মাসের ১৭ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি তুলে দেবে ব্রুট্টোর হাতে। পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পেশ করা মিডিয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমার কাছে সব সময়ই স্নাতক হওয়া গুরুত্বপূর্ণ ছিল। ৯৪ বছরের চনমনে যুবক ব্রুট্টো জানিয়েছেন, একটাই অতৃপ্তি ছিল জীবনে। সেটা এবার পূরণ হয়েছে। এবার তার বিশ্রামের পালা।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৫/ এস আহমেদ