বদলে যাচ্ছে মানুষের মস্তিষ্কের গঠন। একইসঙ্গে কমে যাচ্ছে যৌন ক্ষমতা! সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
আর এ পরিবর্তনের জন্য গবেষকরা দায়ী করছেন মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তিকে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের করা এই গবেষণায় বলা হয়, অতিরিক্ত ভিডিও গেমস খেলা ও পর্নগ্রাফি আসক্তি বদলে দেয় মানুষের মস্তিষ্কের গঠন। কমে যাচ্ছে স্মৃতিশক্তি, এমনকি যৌনশক্তি। প্রতিবেদন অনুযায়ী, পর্ন ভিডিও বদলে দিচ্ছে মানুষের যৌন চাহিদা।
গবেষণায় দাবি করা হয়েছে, ১৫ ঘণ্টার বেশি যারা গেম খেলেন বা পর্ন ভিডিও দেখেন তাদের যৌন ক্ষমতা সাধারণ মানুষের থেকে অনেক কম। এমনকী বেশি পর্ন আসক্তি হ্রাস করছে যৌনতাকালীন বাস্তব বোধ।
অন্যদিকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি উইকেন্ড প্রোগ্রামে এক সাক্ষাৎকারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও প্রফেসর এমিরেটাস ফিলিপ জিম্বার্ডো তরুণদের ভিডিও গেমস ও পর্নগ্রাফিতে মজে থাকা নিয়ে সতর্ক করেন। তিনি ভিডিও গেমস ও পর্নগ্রাফিতে আসক্ত ২০ হাজার তরুণ নিয়ে পরিচালিত জরিপ ফলাফলে ভয়াবহ পরিনতি দেখেই এই সতর্কবার্তা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৫/ এস আহমেদ