শিম্পাঞ্জির কোলে সিংহের বাচ্চা। তিনটি সিংহ ছানাকে ফিডারে দুধ খাওয়াচ্ছে শিম্পাঞ্জি এমন দৃশ্য দেখা গেছে আমেরিকার সাউথ ক্যারোলিনার একচি চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি নিজ সন্তানের মতোই সিংহের বাচ্চাদের লালন-পালন করছে।
সিংহ ছানাদের ক্ষুধা লাগলে ফিডার দিয়ে দুধ খাওয়ায় শিম্পাঞ্জি। বাচ্চা সিংহ তিনটি আর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফাররা।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৫/ রশিদা