অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার মধ্যরাতে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। আজ দেশে ফিরবেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা হয়েও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কারণে সমালোচনার শিকার হয়েছেন তিনি। সমাজমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও সমালোচনা করেছেন। কেউ কেউ আইন উপদেষ্টা আসিফ নজরুলের গত ২০২০ সালের ১২ জুনে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়ে বলছেন, উপদেষ্টারা আগের মতোই রাষ্ট্র পরিচালনা করছেন। তারা দ্বিচারিতা করছেন। আসিফ নজরুল ওই স্ট্যাটাসে লিখেছিলেন, যদি ক্ষমতা থাকত আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। এ স্ট্যাটাসে বিদেশ গমন সম্পর্কিত আরও কিছু বিষয় তিনি তুলে ধরেন। আসিফ নজরুলের ওই স্ট্যাটাস তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টার বিদেশ সফরের সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, ‘আচ্ছা’। এ ছাড়া এ সফরকে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এখনো উন্নত না করার দায় দিয়ে উপদেষ্টার সমালোচনা করেছেন অনেকে। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত এবং তিনি আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা করছিলেন। গতকাল সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।