২০০ যুদ্ধবিমান কিনতে চায় ভারত। তবে শর্ত একটাই, ভারতের বিমান নির্মাণকারী কোনো সংস্থার সঙ্গে যৌথভাবে সেইসব যুদ্ধবিমান তৈরি করতে হবে এবং তা নির্মাণ করতে হবে ভারতেই। শনিবার একথা জানিয়েছেন ভারতের বিমানবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।
দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০০ সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে আনুমানিক ১৩ থেকে ১৫ বিলিয়ন ইউএস ডলার (ভারতীয় মুদ্রায় এক লাখ কোটি রুপির কিছু বেশি)। সেক্ষেত্রে সম্ভবত এটিই হবে ভারতের সবথেকে বড় প্রতিরক্ষা চুক্তি। রাশিয়ায় তৈরি ভারতের পুরনো যুদ্ধ বিমানগুলিকে বাতিল করে সেই জায়গায় ভরাট করতেই নিয়ে আসা হচ্ছে আধুনিক এই ফাইটার জেটগুলিকে। ভারতীয় বিমানবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করতেই এক মুহূর্ত দেরি না করে এই ফাইটার জেটগুলিকে কিনতে চায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে একাধিক সংস্থাকে এ ব্যাপারে চিঠিও পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে তারা যদি চায় তবে ভারতে এক ইঞ্জিনের ফাইটার জেট তৈরি করতে পারে।
সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত সরকার। বিমান বাহিনীর তরফে ফ্রান্সের কাছ থেকে ১২৬ টি রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা জানালেও রাফায়েল-এর নির্মাতা শেষপর্যন্ত ৩৬ টি বিমান দিতেই সম্মত হয়েছে।
ভারতীয় কোন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতেই যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই আগ্রহী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির লক্ষ্য দেশীয় বিমান প্রস্তুতকারী সংস্থাকে চাঙ্গা করা পাশাপাশি বিদেশ থেকে জেট ফাইটার আমদানি করতে যে বিপুল পরিমাণ খরচ তা কমানো। মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিনও এফ-১৬ বিমান তৈরি করার জন্য ভারতে কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি সুইডেনের কোম্পানি ‘সাব’-ও ভারতের মাটিতে তাদের ‘গ্রিপেন’ এয়ারক্রাফট তৈরি করতে প্রস্তুত আছে। একইসঙ্গে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’ যুদ্ধ বিমানকেও আরও উন্নত করার জন্য ভারতকে সহায়তা করার জন্য সম্মত হয়েছে সুইডেনের সাব কোম্পানি।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ