সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ১১ জন রাজপুত্র, ৪ জন বর্তমান এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে গ্রেফতারের পর দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।
বিবিসির খবর, আটক ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমটি।
খবরে বলা হয়, দুর্নীতি বিরোধী ওই অভিযানের পর ইতিমধ্যেই প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান কিংডম হোল্ডিংসের শেয়ারের মূল্য ১০ শতাংশ পড়ে গেছে। এতে করে আরব বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ সৌদি স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে ব্যবসায়িক লেনদেনে ধস নেমেছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, দুর্নীতি বিরোধী এই ধরপাকড় এবং দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার ওপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একক কর্তৃত্ব সুসংহত হলো। তবে আর্থিক ব্যবস্থায় ধস নামতে পারে বলে আশংকা করছেন তারা।
এদিকে, চলমান এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন সৌদি আরবের ধর্মীয় নেতারা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাদের কাউন্সিল এক টুইট বার্তায় বলেছে, দুর্নীতি দমন অভিযান সৌদি আরবের সন্ত্রাসবিরোধী যুদ্ধের মতই গুরুত্বপূর্ণ।
বিবিসির খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে রাজধানী রিয়াদে কয়েক হাজার আন্তর্জাতিক ব্যবসায়ীকে নিয়ে একটি বিনিয়োগ সম্মেলনে ডাকেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি জানান, সৌদি আরবের আধুনিকায়নের ক্ষেত্রে তাঁর পরিকল্পনার মূলমন্ত্র হবে ইসলামের কট্টর অবস্থান থেকে উদারনীতিতে ফিরে আসা।
সৌদি আরবের নবগঠিত যে দুর্নীতি দমন কমিটি দেশটির ১১ জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে, সেই কমিটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আটকের পাশাপাশি ওই কমিটি সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও রদবদল আনতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব