আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামের সাথেই জড়িয়ে আছে নানা তর্ক-বিতর্ক আর রহস্য। ২০১১ সালের ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো বাহিনী সিল-এর গোপন অভিযানে হত্যা করা হয় লাদেনকে। আর সেই থেকেই বারবার প্রশ্ন উঠেছে পাকিস্তানের ভূমিকা নিয়ে।
তবে সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ এক গোপন নথিতে জানিয়েছে, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাননি। এই বিষয়ে সিআইএ’র একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে নাকি দাবি করা হয়েছে পাকিস্তান লাদেনকে কোনো সাহায্য করেনি। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে।
সিআইএর প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, অ্যাবোটাবাদে যে বাড়িতে বিন লাদেন থাকতেন সেখান থেকে সিলের অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি-দস্তাবেজ উদ্ধার করা হয়। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা সরকারের কাছ থেকে সহায়তা পাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযানের সময় লাদেনের বাসভবন থেকে চার লাখ ৪৭ হাজার ফাইল উদ্ধার করা হয়। তবে তাতে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া কোনো সহায়তার তথ্য নেই। এছাড়া, অ্যাবোটাবাদে বসবাসের বিষয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সহায়তা করেছিল বলে যেসব জল্পনা রয়েছে সে বিষয়েও তেমন কোনো তথ্য নেই বলে প্রকাশিত খবরে বলা হয়েছে।
এদিকে মার্কিন কমান্ডো বাহিনী সিলের অভিযানের নিন্দা জানিয়ে সে সময় পাকিস্তান বলেছিল, এ ঘটনার মাধ্যমে আমেরিকা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আরো নানা তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ বের হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ