রুশ সেনাদের মোকাবিলায় ইউক্রেনে পৌঁছেছে ক্লাস্টার বোমা। বিভিন্ন দেশের আপত্তির পরও ঘোষণার ছয় দিনের মধ্যে ইউক্রেনে এ বিপজ্জনক বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
তাভরিয়া মিলিটারি কমান্ড ইন সাউদার্ন ইউক্রেন এর মুখপাত্র ভালেরি শেরশেন বলেন, ক্লাস্টার বোমাগুলো সবে মাত্র ইউক্রেনে পৌঁছেছে।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইউক্রেনকে তাদের ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে তারা ক্লাস্টার বা গুচ্ছ বোমা পাঠাচ্ছে। তারপর থেকে ১২৩টি দেশে নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা পাঠানো নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের এই প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা।
ক্লাস্টার বোমা রকেটসদৃশ একটি কাঠামোর ভেতর থেকে। এমন একটি বোমার ভেতর অনেক ছোটো ছোটো বোমা থাকে। যখন বোমাটি ছোড়া হয়, তখন ছোটো বোমাগুলো মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছড়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরিত হতে থাকে।
তবে এ বোমার বিপজ্জনক দিক হলো-ছোটো বোমাগুলোর সব সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। আর অবিস্ফোরিত এ বোমাগুলো কয়েক বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। ফলে যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে যদি বেসামরিক কোনো মানুষ এগুলোর কাছে যান, তা হলে বোমা বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটতে পারে।
সূত্র : গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/বাজিত