বিপৎসীমা ছাড়িয়ে যাবার পর ধীরে ধীরে কমতে শুরু করেছে যমুনার পানি। ফলে দিল্লির বন্যা পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এরইমধ্যে বন্ধ থাকা একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট আবারো চালু করার ঘোষণা দিয়েছে দিল্লি প্রশাসন।
তবে এখনো দিল্লির নিচু এলাকায় বন্যার মতো অবস্থা বিরাজ করছে। অনেক রাস্তাঘাট রয়েছে পানির নীচে। যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভারতের রাজধানী শহরজুড়ে স্থবিরতা বিরাজ করছে। অনেকগুলো প্ল্যান্ট বন্ধ থাকায় দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংকটও দেখা দিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর বছলে, আগামী চার-পাঁচ দিনে দিল্লিতে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। বিশেষ করে ১৭-১৮ জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। তবে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটির দাবি, দিল্লির বন্যা পরিস্থিতির জন্য ভারী বৃষ্টি খুব একটা দায়ী নয়। যমুনার পানি বেড়ে যাওয়া এই অবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে বন্যার পানিতে সাঁতার কাটতে নেমে উত্তর দিল্লিতে তিন কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো দিল্লির বেশকিছু এলাকা প্লাবিত অবস্থায় আছে। স্থানীয় স্কুল, কলেজ এবং কিছু এলাকায় শেষকৃত্য কার্যক্রমও বন্ধ রয়েছে।
দিল্লির সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও পৌঁছে গেছে বন্যার পানি। সুয়ারেজ ও জল চলাচল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে বলে দাবি করছে স্থানীয় প্রশাসন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল