সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতে বিশ্বস্ত নেতা মোদি, দ্বিতীয় রাহুল

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে বিশ্বস্ত নেতা মোদি, দ্বিতীয় রাহুল

ভারতের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক নেতা হিসেবে উঠে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে  এক জরিপে উঠে এসেছে এই তথ্য।  এই জরিপ চালায় ‘ফার্স্টপোস্ট-আইপিএসওএস ন্যাশনাল ট্রাস্ট সার্ভে’। জরিপে ৫২.৮ ভাগই মোদিকে তাদের মতে বিশ্বস্ত নেতা মনে করেন। যেখানে কংগ্রেস সভাপতি রাহুলকে বিশ্বস্ত নেতা হিসেবে ভাবেন ২৬.৯ শতাংশ মানুষ।  মমতা ব্যানার্জিকে ৪.২ শতাংশ। এবং মায়াবতীকে মাত্র ২.৮ শতাংশ মানুষ বিশ্বস্ত নেতা হিসেবে বিবেচনা করেন।

 সদ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ০.৯ শতাংশ মানুষ। 

জরিপে দেখা গেছে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল ও তামিলনাড়–তে রাহুল যথেষ্ট জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন। অন্যদিকে হিন্দি বলয়ের রাজ্যগুলোতে বিজেপির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে।

দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও)-কে সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মনে করে থাকেন ভারতীয়রা, শতকরা প্রায় ৭৪.৪ ভাগ মানুষের অভিমত তাই। ৭৩  শতাংশ মানুষ দেশের শীর্ষ আদালত ‘সুপ্রিম কোর্ট’-কে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মনে করে থাকেন।

জরিপকৃত মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি ৫৮ শতাংশ বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)-কেই ভোট দিতে চায়, অন্যদিকে ৪২ শতাংশ ভোট দেওয়ার পক্ষে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)-কে। ৮৫ শতাংশের অভিমত এবারের নির্বাচনে উন্নয়নই হবে প্রধান ইস্যু, ধর্ম-জাতপাত কোনো ইস্যু হবে না।

সর্বশেষ খবর