শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বাইডেনের মন্তব্য

ট্রাম্পের সমর্থক ‘ম্যাগা বাহিনী’ গণতন্ত্রের জন্য হুমকি

ট্রাম্পের সমর্থক ‘ম্যাগা বাহিনী’ গণতন্ত্রের জন্য হুমকি

মার্কির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা এজেন্ডার সমর্থকরা দেশটির গণতন্ত্রের জন্য একটি হুমকি। পেনসিলভানিয়ায় দেওয়া একটি বক্তৃতায় তিনি বলেন, ‘ম্যাগা বাহিনী এই দেশটিকে পিছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর।’

তবে তার এই মন্তব্যকে সহজভাবে নিচ্ছে না রিপাবলিকান নেতারা। শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি এর জবাবে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ‘আমেরিকার অন্তরাত্মাকে মারাত্মকভাবে আহত করেছেন।’ এই দুজনের বক্তৃতা এলো মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে, যে নির্বাচন ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে।

ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল থেকে তার ভাষণ দেন, যেখানে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। তিনি ২০২০ সালে তার প্রচারণার মূল বিষয় বা থিম ঠিক করেছিলেন ‘আমেরিকার আত্মা’ পুনরুদ্ধার করা। তিনি বলেন, যে সাত কোটি ৪০ লক্ষ আমেরিকান দুই বছর আগে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তিনি তাদের নিন্দা করছেন না। ‘সব রিপাবলিকান, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানও ম্যাগা রিপাবলিকান নয়,’ তিনি বলেন।

বাইডেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজেদের বলেছিলাম যে আমেরিকান গণতন্ত্র নিশ্চিত।    কিন্তু তা নয়। আমাদের এটিকে সুরক্ষা করতে হবে। এর পক্ষে দাঁড়াতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’

সর্বশেষ খবর