আট দশক আগে বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কোনোভাবে। এত বছর পর হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটেছে। আর তার জেরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে জাপানের বিমানবন্দরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ওই বোমা ফেলেছিল বলে খবর। হঠাৎই বিস্ফোরণ ঘটে ট্যাক্সিওয়েতে বিরাট গর্ত তৈরি হয়। তার জেরে প্রায় ৯০টি বিমানের উড়ান বাতিল করতে হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে বোমাটি বিস্ফোরিত হয়েছে। ফলে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের অন্তত ৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানের এ বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল।