ভারতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস পার্টি। প্রায় সব বুথ ফেরত জরিপেই মিলেছে এমন পূর্বাভাস। বুথ ফেরত জরিপ আরও বলছে, জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। সে ক্ষেত্রে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে।
শনিবার সকাল থেকে হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলেছে। হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হয়েছে। মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার কথা।
এনডিটিভি জানায়, অন্তত সাতটি বুথ ফেরত সমীক্ষার সব কটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ৫৫ আসন পেতে পারে কংগ্রেস। অর্থাৎ এককভাবে সরকার গঠন করতে পারে কংগ্রেস। ২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসন সংখ্যা ৯০। আর ম্যাজিক ফিগার হলো ৪৬। এবারের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের পূর্বাভাস সত্য হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসন। এর মধ্যে ৪৩টি আসন পেতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট; যেখানে সরকার গড়তে প্রয়োজন হবে ৪৬ আসন। বুথ ফেরত জরিপের ফল অবশ্য ভুল হওয়ারও ইতিহাস আছে।