শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুবলীগের আলাদা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সম্মেলনে আলাদা আয়োজন থাকছে যুবলীগের। আজ সকাল থেকে পুরো দুই দিন সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর ও চারপাশে থাকবে তাদের দুই শতাধিক স্বেচ্ছাসেবক। এছাড়া উদ্যানের ভিতরে দেওয়া হবে বুক স্টল। সেখানে পাওয়া যাবে যুবলীগের ‘যুব গবেষণা কেন্দ্র’ থেকে প্রকাশিত বিভিন্ন বই ও পুস্তিকা।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন শুধু একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মসূচি নয়, এ সম্মেলন বাঙালি জাতির ইতিহাস। এই সম্মেলনের মাধ্যমে শুধু আগামীর নেতৃত্বই তুলে আনা হবে না। ২০৪১ সালের মধ্যে দেশকে কোথায় দেখতে চান- সেই দিকনিদের্শনাও থাকবে। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে আমরা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দর্শন জনগণের সামনে তুলে ধরতে বিভিন্ন প্রকাশনা নিয়ে স্টল রাখছি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ক্রমবিকাশ-বাংলাদেশের বিজয় ইতিহাস শীর্ষক একটি পুস্তিকা প্রকাশনা করা হয়েছে। এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্রোড়পত্র হিসেবে প্রকাশ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর