শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা নদী পথের চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে।  বৃহস্পতিবার রাত ১ টার দিকে এই দুর্ঘটনায় দুটি লঞ্চের অবকাঠামোর ক্ষতি হওয়া ছাড়াও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি হলো এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী। সংশ্লিষ্টরা জানান, এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি বরিশালের হিজলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে এমভি টিপু-১২ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল। এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ হয়। তবে এমভি টিপু-১২ লঞ্চের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত এমভি প্রিন্স আওলাদ লঞ্চ কর্তৃপক্ষের। এর আগে গত রবিবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি কীর্তনখোলা-১০ এবং এমভি টিপু-৯ লঞ্চের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং অন্তত ৮জন গুরুতর আহত হন।

সর্বশেষ খবর