সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সরকারের পক্ষে বা বিপক্ষে কোনোটাই করা উচিত নয়

-আলী ইমাম মজুমদার

সরকারের পক্ষে বা বিপক্ষে কোনোটাই করা উচিত নয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে বা পক্ষে কোনোভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনোরকম পোস্ট দেওয়া উচিত নয়। শুধু সরকারের বিরুদ্ধে নয়, অনেকে সরকারের পক্ষেও অসংখ্য পোস্ট দিচ্ছেন। এর সবগুলোই সরকারি আচরণবিধির পরিপন্থী। এজন্য সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সাবেক এই আমলা বলেন, সরকারের পক্ষে বা বিপক্ষে কোনোটাই করা উচিত নয়। তারা সরকারি আচরণবিধি ভঙ্গ করছে। আচরণবিধি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে সরকার ব্যবস্থা নিতে পারে।

সর্বশেষ খবর