মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শনাক্ত ছাড়াল ৩ লাখ ৬০ হাজার

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, আক্রান্ত ১৪০৭

নিজস্ব প্রতিবেদক

শনাক্ত ছাড়াল ৩ লাখ ৬০ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় পাঁচ হাজার ১৯৩ জনের মৃত্যু হলো। গতকাল সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ২৮৪টি। সারা দেশে ১০৬টি ল্যাবে ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১০ জন। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৫ জন। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৩ জন করে মোট ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন ১ জন। দেশের ৪টি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগ চারটি হলো খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর