বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভোট ও ভাতের দাবিতে আমরা মাঠে রয়েছি

-সুজাত আলী

ভোট ও ভাতের দাবিতে আমরা মাঠে রয়েছি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী বলেন, ‘ভোট ও ভাতের দাবিতে আমরা মাঠে রয়েছি। এ লক্ষ্যে সর্বস্তরের কর্মী-সমর্থক আন্দোলন-গণ-আন্দোলন গড়ে তুলতে কাজ করছেন। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় স্থানীয়দের যুক্ত করছি। কুমিল্লার ১০ উপজেলায় আমাদের কমিটি রয়েছে। বাকিগুলোয়ও আমরা কাজ শুরু করব।’ তিনি বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ যুদ্ধ ছিল শোষণ-দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির। কিন্তু অর্থনৈতিক মুক্তি না আসায় আমাদের যুদ্ধ চলমান আছে। আজ দ্রব্যমূল্যের জাঁতাকলে মানুষ দিশাহারা। দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমাদের দল সব সময় সাম্য ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এ সংগ্রাম চলবে।’ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এই কমিউনিস্ট নেতা বলেন, ‘আমরা দিনের ভোট রাতে চাই না। চর দখলের মতো ভোট চাই না। নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন চাই। কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।’

সর্বশেষ খবর