মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রামে গ্রামে কাজ চলছে সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত

নওশাদ জমির

গ্রামে গ্রামে কাজ চলছে সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, পঞ্চগড়ে বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত। প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি এখন সংগঠিত। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারেক রহমানের নেতৃত্বে এখানকার নেতা-কর্মীরা গ্রামে গ্রামে কাজ করছেন। দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে এই জেলা বিশেষ ভূমিকা পালন করে আসছে। কিন্তু আওয়ামী লীগ আমলে এই জেলায় কোনো উন্নয়ন হয়নি। তাই বিএনপিতে ভোট দেওয়ার জন্য এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, পঞ্চগড়ের প্রত্যেক নেতা-কর্মী চাঙা হয়ে উঠেছে। প্রত্যেকটি সম্মেলনে ভোটের মাধ্যমে দক্ষ নেতা নির্বাচন হয়েছে। তারা যুগপৎ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিএনপির একজন নেতা-কর্মীও ঘরে ফিরবে না। নওশাদ জমির বলেন, জেলার নেতারা সবসময় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে আন্দোলনের কর্মসূচি পালন করছেন। কোনো গ্রুপিং নেই। এ আন্দোলনে পঞ্চগড়ের সাধারণ মানুষেরও ব্যাপক সাড়া মিলছে।

সর্বশেষ খবর