লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূকে স্বামী তার বন্ধুকে দিয়ে ধর্ষণ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল দুপুরে পুলিশ অভিযুক্ত স্বামী আশরাফুলকে গ্রেফতার শেষে লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের আশরাফুল বুধবার তার স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে স্বামী প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এরপর তার বন্ধু জামালের সঙ্গে স্ত্রীকে দৈহিক মেলামেশা করতে বলেন। এতে স্ত্রী রাজি না হলেও স্বামীর সহযোগিতায় বন্ধু জামাল গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বৃহস্পতিবার সকালে অটোরিকশাযোগে অসুস্থ গৃহবধূকে তার স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে বাবার বাড়ির লোকজন গৃহবধূকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী বলেছে চল তোর বাবার বাড়িতে রেখে আসি। এরপর সেখানে না নিয়ে জোরপূর্বক অন্য এক বাড়িতে ওঠান। রাতে আমার স্বামী মেলামেশা করেন। এরপর তার বন্ধু জামাল আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।’ গৃহবধূর ভাই হাতীবান্ধা থানায় অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসে।