বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নাম মহালয়া। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে। এদিন সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে। এরপর অমাবস্যা তিথিতে প্রাণে দ্যোতনা তুলে ঢাকে পড়বে কাঠি। আর সাত দিন পর মহাসপ্তমী। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আজ (রবিবার) ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সকাল ৯টায় তিলতর্পণ এবং এরপর মহালয়ার ঘট স্থাপন ও পূজা সম্পন্ন হবে।’
এবার ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। তাই দেবী এবার গজ বা হাতিতে চড়ে আসছেন মর্ত্যে। এর ফলে পৃথিবী সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ২ অক্টোবর বৃহস্পতিবারে বিজয়া দশমী। তাই দেবী দেবী দুর্গা দোলা বা পালকিতে কৈলাসে গমন করবেন। এই ধরনের গমনের ফলস্বরূপ মহামারি, ভূমিকম্প এবং অতিমৃত্যুর মতো দুর্যোগ দেখা দিতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। পূজা উদ্যাপন পরিষদের হিসাবে এ বছর সারা দেশের প্রায় ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা ১ হাজার বাড়বে বলে জানা গেছে।